Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

 

ক) বিভিন্ন উচ্চ ফলনশীল ফসলের চাষ পদ্ধতি হাতে কলমে প্রশিক্ষণের জন্য প্রদর্শনী স্থাপন।

খ) উন্নত মানের বীজ উৎপাদন ও সংরক্ষণ বিতরণ কার্যক্রমের মাধ্যমে প্রদর্শনী স্থাপন করে বীজ উৎপাদন ও সংরক্ষণ পদ্ধতি চাষীদেরকে হাতে কলমে প্রশিক্ষণ ও উন্নত জাত সম্প্রসারণ।

গ) ফলন বৃদ্ধির লক্ষ্যে প্রযুক্তি প্রদর্শনী ইত্যাদি।

ঘ) মসলা আবাদ বৃদ্ধিও জন্য পেঁয়াজ প্রদর্শনী স্থাপন।

ঙ) তেল ফসল আবাদ বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকার প্রদর্শনী স্থাপন।

চ) ফসল উৎপাদনে সঠিক সময়ে সহজলভ্যে ও সরকার নির্ধারিত মূল্যে কৃষক যাতে সার পায় তার ব্যবস্থাপনা করা।

ছ) ফলন বৃদ্ধির লক্ষ্যে সুষম সার ব্যবহারে কৃষকদের পরামর্শ দান।

জ) পোকা/রোগের আক্রমণ দমনে কৃষকদেরকে সঠিক কীটনাশক নির্বাচনসহ সঠিক মাত্রায় প্রয়োগের পরামর্শ দান।

ঝ) খরার পাদুর্ভাব হলে সম্পূরক সেচ প্রদানে কৃষকদেরকে পরামর্শ দান।

ঞ) সেচ প্রকল্প স্থাপন করে রবি মৌসুমে সাময়িক পতিত জমিকে সেচ প্রদান করে পতিত জমিতে আবাদের আওতায় আনয়ন করার জন্য চাষীদেরকে পরামর্শ দান।

ট) বন্যায় ক্ষতিগ্রস্থ চাষীদের তালিকা প্রণয়ন করে কৃষি পুনর্বাসন কাজে সহায়তা দান।

ঠ) বন্যা পরবর্তী সময়ে চাষী যাতে স্বল্প সময়ে ফসল উৎপাদন করে ক্ষতি পুষিয়ে নিতে পারে সে জন্য নাবী জাতের ফসল আবাদ বা বিকল্প ফসল আবাদের উপদেশ সহ প্রয়োজনীয় পরামর্শ কৃষককে প্রদান করা।

 

 

বৃক্ষরোপনঃ-

ক) বৃক্ষরোপন মৌসুমে ফলদ, বনজ ঔষধি বৃক্ষের চারা রোপনের জন্য চাষীদেরকে পরামর্শ দান।

খ) মিশ্র ফলের বাগান সৃজনে কৃষকদেরকে উদ্ধুদ্ধকরণ।

গ) বাউকুল ও আপেলকুল ফলের বাগান সৃজনে চাষীদেরকে উদ্ধুদ্ধকরণ।

ঘ) ফলদ,বনজ ও ঔষধি বৃক্ষ রোপনে চাষীদেরকে উদ্ধুদ্ধ করার জন্য প্রতি বৎসর তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার আয়োজন করা হয় এবং বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে,মন্দিরে/মসজিদ,গীর্জা/কবর স্থান/শ্মশানে ফলদ ও ঔষধি বৃক্ষের চারা বিনামূল্যে বিতরণ করা।