উপযুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, ২৯/০৩/২০১৩ খ্রি. তারিখের দৈনিক কালের কণ্ঠ' পত্রিকায় প্রকাশিত 'শুক্রবার শক্তিশালী কালবৈশাখী ও শিলাবৃষ্টির আশঙ্কা' বিষয়ক সংবাদের প্রেক্ষিতে আগামী ৩১ মার্চ থেকে ০১ এপ্রিল এর মধ্যে। দেশব্যাপী শক্তিশালী কালবৈশাখীর আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। এই সময়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফসলের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানোর লক্ষ্যে নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করার জন্য দিক নির্দেশনা প্রদান করা হলোঃ
১। পরিপক্ক ও কর্তনযোগ্য পেঁয়াজ, গম ও ভুট্টা ফসল দ্রুত সংগ্রহ করার জন্য কৃষক ভাইদের অনুরোধ করা হলো।
২। আম, পেয়ারা, পেপেসহ অন্যান্য ফলন্ত গাছে খুঁটি দিয়ে শক্ত করে বেঁধে দেয়ার পরামর্শ প্রদান করা হলো।
৩। ছাদের কিনারা ঘেষা গাছের টবগুলো নিরাপদ স্থানে রাখা বা ঝড় শুরু হওয়ার আগে ছাদের মেঝেতে টব হেলান দিয়ে রাখা ।
৪। আবহাওয়া দপ্তরের পরামর্শ অনুযায়ী শিলাবৃষ্টি ও বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান এবং ঘরের বাহিরে না যাওয়া।
৫। বৃষ্টিপাত হলে সেচ যন্ত্রের ব্যবহার বন্ধ রাখতে হবে।
৭। আবহাওয়াসংক্রান্ত যে কোন তথ্য ও পরামর্শের জন্য BAMIS পোর্টাল অনুসরণ করতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস